যুক্তরাষ্ট্রে আইএসের সুনির্দিষ্ট হামলার হুমকি নেই: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে ইসলামিক স্টেটের (আইএস) সুনির্দিষ্ট কোন হুমকি নেই। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা টিম প্রেসিডেন্ট বারাক ওবামাকে এক ব্রিফিংয়ে একথা বলেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 01:31 PM
Updated : 25 Nov 2015, 01:31 PM

এনডিটিভি’র খবরে বলা হয়েছে, আইএস- এর সাম্প্রতিক একাধিক হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে ওবামা মঙ্গলবার জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকেই তাকে অবহিত করা হয় যে, যুক্তরাষ্ট্রে বর্তমানে আইএসের হামলার কোন সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি নেই।

বৈঠকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি জি-২০ সম্মেলনের আলোচনার আলোকে মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদারের নানা উপায় নিয়েও ওবামাকে ব্রিফিং দেওয়া হয়েছে বলে বিবিৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।

এসময় প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা টিমকে আইএস দমনাভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন এবং মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদারেরও আহবান জানান।