আফগানিস্তানে ১৩ সেনাকে বন্দি করেছে তালেবান

আফগানিস্তানে একটি হেলিকপ্টার ক্রাশ ল্যান্ড করার পর তালেবান গোষ্ঠীর কাছে ধরা পড়েছেন অন্ততপক্ষে ১৩ সেনা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 06:21 AM
Updated : 25 Nov 2015, 06:21 AM

পাশাপাশি হেলিকপ্টারটিতে থাকা আরোহীদের মধ্যে তিনজন নিহত হয়েছেন।

আফগান সেনাবাহিনীর ভাড়া করা ওই বেসামরিক হেলিকপ্টারটি ফারিয়াব প্রদেশে ক্রাশ ল্যান্ড করার পর তালেবান জঙ্গিদের চোরাগোপ্তা হামলার শিকার হয়।

ফারিয়াব প্রদেশটি তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন।

বিবিসি বলছে, অসমর্থিত খবরে জানা গেছে, হেলিকপ্টারটিতে বিদেশি নাগরিকও ছিলেন।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা মিশনের একজন মুখপাত্র জানিয়েছেন, কোনো মার্কিন নাগরিক হেলিকপ্টারটিতে ছিলেন কিনা এ ব্যাপারে তারা নিশ্চিত নন।

তালেবান গোষ্ঠীর একজন মুখপাত্র জানিয়েছেন, ১৫ জনকে বন্দি করা হয়েছে।

মুখপাত্র দামুল্লাহ ওয়াকিল বলেছেন, “সেনাবাহিনী যদি বিরত না থাকে (উদ্ধার অভিযান তৎপরতা) তবে আমরা তাদের হত্যা করবো।”

সাম্প্রতিক মাসগুলোতে ফারিয়াব প্রদেশে তুমুল লড়াই চলছে। অক্টোবরে প্রাদেশিক রাজধানী মাইমানায়ও বড় ধরনের হামলা হয়েছে।