গুয়াতেমালার ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫৩

গুয়াতেমালার ছোট একটি শহরে ব্যাপক একটি ভূমিধসের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫৩টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

>>রয়টার্স
Published : 10 Oct 2015, 06:41 AM
Updated : 10 Oct 2015, 06:41 AM

এ ঘটনায় আরো ৩৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা ‘কনরেড’ জানিয়েছে। 

১ অক্টোবর রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণপূর্ব দিকের ছোট শহর সান্তা ক্যাটারিনা পিনুলা টাউনে ভূমিধসের ঘটনাটি ঘটে। ভারি বৃষ্টিপাতের পর পাহাড়ের একটি অংশ ধসে পড়লে মাটি, পাথর ও গাছের নিচে কয়েকশত ঘরবাড়ি চাপা পড়ে। বেশ কয়েকটি পরিবারের সব সদস্যসহ বহু মানুষ জীবন্ত মাটি চাপা পড়েন।

দুর্ঘটনার পর থেকেই হাতহতদের উদ্ধারে টানা কাজ করে চলছেন উদ্ধারকারীরা। 

দুর্ঘটনার পরও ওই এলাকায় আরো ৪০টি পরিবার বসবাস করছে। নতুন বাড়ি অথবা আর্থিক ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত জানিয়ে তাদেরকে এলাকা ছাড়ার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

অপরদিকে উদ্ধারকাজ অব্যাহত রাখার কথা জানিয়েছে কনরেড।