কম্পিউটার-মস্তিষ্ক সংযোগে ফিরল চলৎশক্তি!

কম্পিউটারের সঙ্গে মস্তিষ্কের সংযোগ ঘটিয়ে পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তিকে কিছুদূর হাঁটাতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2015, 06:46 PM
Updated : 24 Sept 2015, 07:06 PM

মেরুদন্ডে আঘাতের কারণে কোমর থেকে চলৎশক্তিহীন হয়ে পড়া কোনো মানুষের রোবোটিক কোনো সহায়তা ছাড়া হাঁটতে পারার এমন ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডাক্তাররা।

বিজ্ঞানীরা ওই রোগীর মস্তিষ্কের সঙ্কেতকে কাজে লাগানোর জন্য একটি কম্পিউটার ব্যবহার করেন। এ কম্পিউটারটিই মস্তিস্কের সঙ্কেত অনুযায়ী ওই রোগীর পায়ে বার্তা পাঠিয়ে উদ্দীপনা সঞ্চার করে। আর এভাবেই হাঁটতে সক্ষম হন ২৮ বছর বয়সী এডাম ফ্রিজ।

একটি মটরসাইকেল দুর্ঘটনায় মেরুদন্ড ভেঙে গিয়েছিল ক্যালিফোর্নিয়ার সাবেক এ গ্র্যাজুয়েট শিক্ষার্থীর।

মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তিতে ফ্রিজের ধীরে ধীরে, থেমে থেমে প্রথম পা ফেলে হাঁটার এ সাফল্য তুলে ধরা হয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক ‘নিউরো-ইঞ্জিনিয়ারিং এন্ড রিহ্যাবিলিটেশন’ জার্নালে প্রকাশিত প্রাথমিক গবেষণায়। সঙ্গে দেয়া হয়েছে এর একটি ইউটিউব ভিডিও।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন এ প্রযুক্তিকে খুবই উল্লেখযোগ্য সাফল্য আখ্যা দিয়ে বলেছেন, এ পদ্ধতিটি একদিন স্ট্রোক এবং মেরুদন্ডে আঘাত পাওয়া ব্যক্তিদের জন্য কিছুটা চলৎশক্তি ফিরে পেতে সহায়ক হবে। তবে চিকিৎসাক্ষেত্রে এ পদ্ধতির ব্যবহার এখনো অনেক দূরের পথ বলে জানিয়েছেন তারা।