ভেনেজুয়েলায় কারাগারে আগুন, ১৭ জনের মৃত্যু

ভেনেজুয়েলার কেন্দ্রীয় কারাগারে আগুন লাগার ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।

>>রয়টার্স
Published : 1 Sept 2015, 04:51 AM
Updated : 1 Sept 2015, 01:50 PM

সোমবার দিনের প্রথমভাগে তোকিইতো নামের কারাগারটিতে এই ঘটনা ঘটে বলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আগুনে মৃত্যুবরণকারীদের মধ্যে আটজন নারী ও নয়জন পুরুষ। কারাবোবো প্রদেশে এই কারাগারটির অবস্থান। আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কীভাবে আগুনের সূত্রপাত এ ব্যাপারে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

কারা অধিকার নিয়ে কাজ করা সংগঠন উইন্ডো টু ফ্রিডমের পরিচালক কারলোস নিয়েতো বলেন, বন্দিরা তাকে জানিয়েছেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত।

তিনি বলেন, “কর্তৃপক্ষের অবহেলার কারণে এমনটি ঘটেছে।”

তবে এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নিয়েতো বলেন, ভেনেজুয়েলার কারাগারগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতার তিনগুণ বেশি বন্দি রয়েছেন।