কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৬

কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় আন্তিওকুইয়ার জঙ্গলে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ১৬ কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 10:03 AM
Updated : 5 August 2015, 10:03 AM

ওই এলাকার একটি প্রভাবশালী মাদক চোরাচালান চক্রের প্রধানকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় প্রত্যন্ত পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বুধবার জানিয়েছে বিবিসি।

আন্তিওকুইয়ার মাদক অপরাধী চক্র দারিও আন্তোনিও উসুগা ডেভিড-এর প্রধান লুইস ওরল্যান্ডো পাদিয়ের্না পেনাকে গ্রেপ্তারে সহায়তায় তথ্য দেওয়ার বিনিময়ে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রাজধানী বোগাটা থেকে ৪৫০ কিলোমিটার উত্তরপশ্চিমের ওই এলাকাটির মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করে উসুগা অপরাধী চক্র। একই এলাকায় বামপন্থী বিদ্রোহী একটি দলেরও উপস্থিতি রয়েছে।

এসব কারণে পুলিশের ব্ল্যাক হক হেলিকপ্টারটি গুলিতে ভূপাতিত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। 

কিন্তু কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিউস কার্লোস ভিলেগাস বলেছেন, “দুর্ঘটনাটি সম্ভবত পর্বতের অপর পাশ  মেঘে ঢেকে থাকার কারণে ঘটেছে।”

তিনি জানান, অভিযানে আরো দুটি হেলিকপ্টার থাকলেও সেগুলো গুলিবর্ষণের কথা বলেনি। 

তবে পুলিশের প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটিকে হেলিকপ্টার বিধ্বস্তের জন্য দায়ী করা হয়েছে।

গেল সপ্তায় দেশটির ক্যারিবিয়ান উপকূলে অপর একটি হেলিকপ্টার বিধ্বস্তে দেশটির বিমান বাহিনীর ১১ সেনা নিহত হন।