লিবিয়ায় চার ভারতীয় শিক্ষক অপহৃত

লিবিয়া থেকে চার ভারতীয় শিক্ষক অপহৃত হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 02:42 PM
Updated : 31 July 2015, 02:42 PM

তাদেরকে কে বা কারা অপহরণ করেছে তা স্পষ্ট না হলেও সিরতে শহরটি ইসলামিক স্টেট (আইএস) এর শক্ত ঘাঁটি হওয়ায় এ গোষ্ঠীটিই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

চার শিক্ষক ভারতের কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা। সিরতে শহরের কাছে একটি তল্লাশিকেন্দ্রে তারা অপহৃত হয়। এ শহরের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তারা।

প্রয়াত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির নিজ সিরতে শহরে আইএস এর অবস্থান শক্তিশালী।

২০১১ সালের অক্টোবরে সিরতে শহরে গাদ্দাফির মৃত্যুর পর থেকে লিবিয়া বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ক্ষমতার জন্য লড়ছে বহু ধরনের জঙ্গি।

বুধবার ত্রিপোলি ও তিউনিস হয়ে ভারতে ফিরে আসার পথে সিরতে থেকে ৩১ মাইল দূরের তল্লাশিকেন্দ্রে ৪ শিক্ষক অপহৃত হয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।

আইএস এর হাতে সিরতে শহরটির বেশিরভাগ এলাকারই পতন ঘটে গত মে মাসে।