আপত্তিকর ভিডিও ফাঁস: ব্রিটিশ ডেপুটি স্পিকারের পদত্যাগ

আপত্তিকর একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের ডেপুটি স্পিকার লর্ড সিউল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2015, 03:26 PM
Updated : 26 July 2015, 05:56 PM

‘দ্য সান’ ট্যাবলয়েড পত্রিকায় রোববার প্রকাশিত ভিডিও ফুটেজে লর্ড সিউলকে যৌনকর্মীর নগ্ন বক্ষের ওপর কোকেইন পাউডার রেখে পাঁচ পাউন্ডের একটি নোটের ভেতর দিয়ে ধোঁয়া টেনে তা সেবন করতে দেখা গেছে।

এ ঘটনার পর পার্লামেন্টের ‘প্রিভিলেজেস এন্ড কন্ডাক্ট কমিটি’র ( সংসদীয় আচরণ কমিটি)সভাপতির পদ থেকেও তার পদত্যাগের কথা জানিয়েছেন হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি’সুজা।

কমিটির উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে যার কাজ ছিল অন্যান্য সদস্যদের সদাচরণ নিশ্চিত করা সে লর্ড সিউলেরই এমন অসদাচরণে স্তম্ভিত হয়েছেন ব্যারোনেস।

তিনি বলেন, “এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না।” ঘটনাটি খতিয়ে দেখতে তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন।

হাউজ অব লর্ডস কমিশনারের কাছে সিউলের বিরুদ্ধে ওঠা অভিযোগ পেশ করা হবে বলেও জানান সুজা।

টনি ব্লেয়ার সরকার আমলে লর্ড সিউল স্কটল্যান্ড অফিসের মন্ত্রী হিসাবে কাজ করেছেন। ১৯৯৬ সাল থেকে তিনি হাউজ অব লর্ডসের সদস্য এবং এবারডিন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রিন্সিপালও ছিলেন।