অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচে ইউটিউব ভিডিও

‘অ্যান্ড্রয়েড ওয়্যার’ স্মার্টওয়াচ ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে সম্প্রতি যোগ হয়েছে নতুন অ্যাপ ‘অ্যান্ড্রয়েড ওয়্যার অ্যান্ড ইউটিউব’। ওই অ্যাপটির বদৌলতে অ্যান্ড্রয়েড ওয়্যার স্মার্টওয়াচের ছোট স্ক্রিনেই ইউটিউব ভিডিও দেখারসেুযোগ পাবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 11:40 AM
Updated : 5 July 2015, 11:40 AM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন অ্যাপটির মাধ্যমে যে কেবল স্মার্টওয়অচের ডিসপ্লেতে ইউটিউব ভিডিও দেখা যাবে এমন নয়। স্মার্টওয়াচটি গুগল ক্রোমকাস্টের মাধ্যমে ব্যবহারকারীর টেলিভিশনেও ইউটিউব ভিডিও স্ট্রিম করতে পারবে।

ইউটিউব ভিডিও অডিও শোনা নিয়েও দুশ্চিন্তা করতে হবে না ‘অ্যান্ড্রয়েড ওয়্যার’ স্মার্টওয়াচ ব্যবহারকারীদের। অডিও স্ট্রিম করতে পারবে অ্যাপটি। সরাসরি স্কিার বা হেডফোন জুড়ে দিয়েও শোনা যাবে অডিও।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে টেকট্রি।

অর্থাৎ, কেবল ছবিতে ক্লিক করা বা নোটিফিকেশন দেখার মধ্যে সীমাবদ্ধ থাকছে না ‘অ্যান্ড্রয়েড ওয়্যার’ স্মার্টওয়াচের মূল কার্যক্রম। স্মার্টওয়অচির ছোট টাচিস্ক্রিনেই বেমালুম আগু-পিছু করে ইউটিউব ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।