‘ওয়ান প্লাস ২’-এ স্টিল ফ্রেম

ফাঁস হয়ে গেছে আলোচিত চায়নিজ স্মার্টফোন নির্মাতা ওয়ান প্লাসের নতুন স্মার্টফোন ‘ওয়ান প্লাস ২’-এর ডিজাইন স্কেচ। ওই স্কেচগুলো অনুযায়ী স্মার্টফোনটির কেসিং হবে স্টিলের, থাকবে ডুয়াল-লেন্স ক্যামেরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 11:35 AM
Updated : 5 July 2015, 11:35 AM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, জুনের শেষ সপ্তাহেই ফাঁস হয়েছে ‘ওয়ান প্লাস ২’-এর থ্রিডি ছবি। এক সপ্তাহের মাথায় ফাঁস হওয়া নতুন স্কেচগুলো অনুযায়ী, স্টিলের কেসিংসহ হীরক খন্ডের আদলে ডিজাইন করা পাওয়ার ও ভলিউম বাটন থাকবে ‘ওয়ান প্লাস ২’-এ।

টেকট্রির প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনটির সামনের অংশের প্রায় পুরোটা জুড়েই থাকবে গ্লাস ডিসপ্লে। ব্যাক কভার খোলা যাবে ‘ওয়ান প্লাস ২’-এর। এই ফিচারটির অনুপস্থিতি ছিল প্রতিষ্ঠানটির ‘ওয়ান প্লাস ওয়ান’ মডেলের স্মার্টফোনটিতে।

‘ওয়ান প্লাস ২’-এর পেছনেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকেব বলে জানিয়েছে টেকট্রি। পাশাপাশি স্মার্টফোনটিতে ডুয়াল-লেন্স ক্যামেরার গুজবও সত্যি বলে জানিয়েছে সাইটটি।

ডুয়াল লেন্স ক্যামেরা প্রযুক্তির মূল কার্যপরিধির খানিকটা এখনও পরিষ্কার নয় বলেই জানিয়েছে টেকট্রি। অন্যদিকে ২৭ জুলাই নতুন ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) পণ্যের উন্মোচনের অনুষ্ঠান আয়োজন করেছে ওয়ান প্লাস। প্রতিষ্ঠানটির ভিআর পণ্যের সঙ্গে স্মার্টফোনের ডুয়াল লেন্স প্রযুক্তির সংশ্লিষ্টতার জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে টেকট্রি।