চেহারায় পরিচয় শনাক্ত হবে মাস্টারকার্ডে

স্মার্টফোনের জন্য নতুন এক অ্যাপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে আর্থিক সেবাদাতা বহুজাতিক প্রতিষ্ঠান মাস্টারকার্ড। এই অ্যাপে ব্যবহার করা হচ্ছে ‘ফেশিয়াল রিকগনিশন’ ব্যবস্থা, যা দিয়ে ব্যবহারকারীর চেহারা দেখে পরিচয় শনাক্ত করা যাবে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 09:20 AM
Updated : 4 July 2015, 09:20 AM

বিবসি জানিয়েছে, অর্থ লেনদেনের আগে ব্যবহারকারীকে তার হাতের স্মার্টফোনটিকে সেলফি তোলার মতো করে ধরতে হবে। ব্যবহারকারীর চেহারা শনাক্ত হওয়ার পরই লেনদেন করা যাবে।

মাস্টারকার্ডের নিরাপত্তা বিশেষজ্ঞ আজয় ভাল্লা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, “নতুন প্রজন্ম, যারা সেলফি নিয়েই ব্যস্ত… আমি মনে করি তাদের কাছে এটি আকর্ষণীয় হবে।” আরেক নিরাপত্তা বিশেষজ্ঞ নতুন এই সেবাকে ‘নিরাপত্তার বাড়তি স্তর’ বলে উল্লেখ করেন।

অন্যদিকে, পেন টেস্ট পার্টনারের নিরাপত্তা গবেষক কেন মুনরো এ নিয়ে খুব একটা আশাবাদী নন। তিনি বলেন, “গুগল অ্যান্ড্রয়েড ফোনে ফেসিয়াল রিকগনিশন চালু করেছিল আর সেখানে প্রথম দিকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।”

নিরাপত্তার জন্য সফটওয়্যারভিত্তিক সিকিউরিটিকোডের বিকল্প হিসেবেই মাস্টারকার্ড এ নতুন সেবা চালু করতে চাচ্ছে।

চলতি বছর মার্চে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এ প্রযুক্তি দেখালেও, এখন পর্যন্ত এটি বাজারে ছাড়া হয় নি।