আইওএস, অ্যান্ড্রয়েডে মাইক্রোসফটের কর্টানা

উইন্ডোজ ১০-এর বিভিন্ন ফিচার শুধু উইন্ডোজ ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। আইওএস আর অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসগুলোতেও ব্যবহার করা যাবে নতুন উইন্ডোজের বেশ কিছু ফিচার, যার মধ্যে আছে কর্টানা এবং নতুন অ্যাপ ‘কম্প্যানিয়ন’।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 11:57 AM
Updated : 27 May 2015, 11:57 AM

মাইক্রোসফটের তৈরি নিজস্ব ‘ইন্টেলিজেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ কর্টানা। আর ‘কম্প্যানিয়ন’ অ্যাপের মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেও উইন্ডোজ ১০ পিসির কনটেন্ট অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারী।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, চলতি বছরের জুনে অভিষেক হবে ‘কম্প্যানিয়ন’ অ্যাপের। আইওএস আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ব্যবহারকারীরা অ্যাপটি দিয়ে তাদের ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টও অ্যাকসেস করতে পারবেন। সেই সঙ্গে স্বয়ংক্রিয় ব্যাকআপ সুবিধাও পাওয়া যাবে।

উইন্ডোজ ১০-এর ডেস্কটপ সংস্করণে কর্টানার উপস্থিতির ব্যাপারে আগেই জানিয়েছিল মাইক্রোসফট। আইওএস আর অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বাজারজাত করা হবে কর্টানার ভিন্ন একটি সংস্করণ।