অব্যবহৃত আইপি অ্যাড্রেস বিক্রি করছে যুক্তরাজ্য

অব্যবহৃত ‘ইন্টারনেট অ্যাড্রেস’ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। শুরুতেই ৬ লাখ পাউন্ডের বিনিময়ে দেশটির সরকারের কাছ থেকে ১৫ হাজার ‘ইন্টারনেট অ্যাড্রেস’ কিনে নিয়েছে নরওয়ের প্রতিষ্ঠান আলটিবক্স।

শাহরিয়ার হাসান পরশবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 02:30 PM
Updated : 25 May 2015, 02:30 PM

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপে ডেটা হারানোর আশঙ্কা করছেন ব্যবহারকারীদের অনেকেই। তবে অব্যবহৃত ঠিকানাগুলো বিক্রি করে যুক্তরাজ্য সরকার দেড় কোটি পাউন্ড আয় করতে পারবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।।

এ বছরের শুরুতে যুক্তরাজ্যের 'ওয়ার্ক অ্যান্ড পেনশনস' বিভাগ অব্যবহৃত আইপি চিহ্নিত করার এক প্রকল্প হাতে নিয়েছিল। তবে ওই প্রকল্প শুরু হওয়ার আগেই প্রকাশিত ভিন্ন এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য সরকারের ৫০ লাখ আইপি অ্যাড্রেস ব্যবহার হচ্ছে না।

যুক্তরাজ্য সরকার যে আইপি অ্যাড্রেসগুলো বিক্রি করছে সেগুলো ‘আইপি ভার্সন ৪’ নামে পরিচিত। এই সংস্করণে ঠিকানাগুলো সীমীত সংখ্যার হওয়ায় এই আইপি অ্যাড্রেসগুলোর মূল্য বেশি।