অ্যান্ড্রয়েডের জন্য অ্যাডব্লক ব্রাউজার

ইন্টারনেটে ব্রাউজিংয়ের সময় বিরক্তিকর পপ-আপ আর ব্যানারের বিজ্ঞাপন ঠেকাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ‘অ্যাডব্লক ব্রাউজার’ তৈরি করেছে অ্যাডব্লক প্লাস নির্মাতা ‘আইও’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 09:40 AM
Updated : 22 May 2015, 09:40 AM

বিবিসি জানিয়েছে, ২০১৩ সালে অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর থেকে অ্যাডব্লক মুছে ফেলে। ওই পদক্ষেপের পেছনে গুগলের ব্যাখ্যা ছিল, “অন্যান্য অ্যাপের কাজে ‘বাধা’ সৃষ্টি করছে সফটওয়্যারটি।

গুগলের সেই ‘অ্যান্ড্রয়েড নিষেধাজ্ঞা’ মোকাবেলা করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য পুরোদস্তুর ব্রাউজার বানিয়ে বসেছে আইও।

ডেস্কটপ ব্রাউজারের প্লাগ-ইন হিসেবে যাত্রা শুরু অ্যাডব্লক প্লাসের। সফটওয়্যারটির বিভিন্ন সংষ্করণ ৪০ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে বলে জানিয়েছেন আইওর মুখপাত্র বেন উইলিয়ামস।