গুগল অ্যাপে ‘স্টার ওয়ার্সের’ সব তথ্য

এপিক স্পেস অপেরা সিরিজ স্টার ওয়ার্সের সব চরিত্রের তথ্য মিলবে গুগলের তৈরি অ্যাপে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, উভয় সংস্করণেই পাওয়া যাবে অ্যাপটি।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 01:06 PM
Updated : 5 May 2015, 02:56 PM

গুগল প্লাসের বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে স্টার ওয়ার্সের চারশ’রও বেশি চরিত্র সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

এছাড়াও অ্যাপটিতে ‘ওকে গুগল’ ভয়েস কমান্ড সার্ভিস ব্যবহার করেও অনুসন্ধাণ করা যাবে। এ ক্ষেত্রে চরিত্রের নামের সঠিক বানান নিয়ে চিন্তিত হতে হবে না ব্যবহারকারীকে।  

অ্যাপটির মাধ্যমে তথ্য সরবরাহের জন্য গুগল ইতোমধ্যে ডিজনি এবং লুকাস ফিল্মের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে ম্যাশএবল। অ্যাপটির সব তথ্য সরবরাহ করা হবে স্টার ওয়ার্সের নিজস্ব ডেটা ব্যাংক থেকে। প্রতিটি রেজাল্টের সঙ্গে ডেটা ব্যাংক ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে যার মাধ্যমে ব্যবহারকারী অতিরিক্ত তথ্য এবং ছবি খুঁজে পাবেন।

মূলত ‘স্টার ওয়ার্স ডে’ উপলক্ষে গুগল এই অ্যাপ বানানোর পরিকল্পনা করেছে বলেই জানিয়েছে ম্যাশএবল।