নিয়ন্ত্রণের বাইরে রাশিয়ান মহাকাশযান

যান্ত্রিক জটিলতায় মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়ার ‘প্রোগ্রেস ৫৯’ মহাকাশযান। মনুষ্যবিহীন মালবাহী মহাকাশযানটির উপর নিয়ন্ত্রণ হারানোর খবর নিশ্চিত করেছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসমোকস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2015, 11:48 AM
Updated : 30 April 2015, 11:48 AM

এক প্রতিবেদনে সিনেট জানিয়েছে, পৃথিবী থেকে নিয়ন্ত্রণ হারালেও ভিডিও সংযোগ অবিচ্ছিন্ন আছে। আর এর মাধ্যমেই রসমোকসের বিজ্ঞানীরা নিশ্চিত হতে পেরেছেন যে, উদ্দেশ্যহীনভাবে মহাকাশে ঘুরছে প্রোগ্রেস ৫৯।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) নভোচারীদের খাবার, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তুসহ মোট তিন টন মাল বহন করছিল প্রোগ্রেস ৫৯।

রসমোকস জানিয়েছে, প্রোগ্রেস ৫৯ বহনকারী রকেট থেকে মহাকাশযানটি আলাদা হওয়ার পরপরই যান্ত্রিক জটিলতা দেখা দেয়। এরপর কয়েকবার মহাকাশযানটি আইএসএসের অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হন এবং নিয়ন্ত্রণ হারান।