‘গুরুত্ব হারাচ্ছে’ বিটকয়েন

অবৈধ লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল কারেন্সি বিটকয়েনের প্রতি সাইবার অপরাধীরা আগ্রহ হারাচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 10:33 AM
Updated : 25 April 2015, 10:33 AM

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম-এর নিরাপত্তা বিশেষজ্ঞ ইতে মেয়র-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গোপনীয়তা রক্ষার খাতিরে সাইবার অপরাধীদের কাছে এই ভার্চুয়াল মুদ্রার আলাদা কদর ছিল। কিন্তু বিটকয়েন বিনিময়ের হার ক্রমশ কমতে থাকায় ভার্চুয়াল কারেন্সিটির প্রতি আগ্রহ কমছে সাইবার অপরাধীদের।

২০১৩ সালের শেষ ভাগে ১ বিটকয়েনের মূল্য ছিল ৭২৮ পাউন্ড। সেই বিনিময়ের হার এখন কমে ১৫৫ পাউন্ডে নেমে এসেছে।

মেয়র-এর মতে, ভার্চুয়াল মুদ্রা হিসেবে বিটকয়েনের ভবিষ্যৎ অনিশ্চয়তা আর এর বিনিময় হার কমতে থাকায় অপরাধীরা তাদের বিটকয়েন যত তাড়াতাড়ি সম্ভব অন্য মুদ্রায় রূপান্তরিত করতে বাধ্য হচ্ছে।