শিক্ষার্থীদের জন্য অনলাইন প্রোগ্রামিং কনটেস্ট

দেশের হাই স্কুল শিক্ষার্থীদের অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণে অভ্যস্থ করে গড়ে তোলার জন্য দেশের অনলাইন জাজিং সিস্টেম কোডমার্শাল এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়াক (বিডিওএসএন) একটি উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে আগামী ১৮ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রথম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 02:40 PM
Updated : 17 April 2015, 02:40 PM

কর্মসূচি সমন্বয়ক প্রমি নাহিদ জানান, শিক্ষার্থীদের এই প্ল্যাটফরমে অভ্যস্থ করে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাই স্কুল প্রতিযোগিতার আগ পর্যন্ত আমরা নিয়মিতভাবে এই অনলাইন কনটেস্টের আয়োজন করা হবে বলে তিনি জানান।

কোডমার্শালের প্রধান সমন্বয়কারী, আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার অন্যতম বিচারক মাহমুদুর রহমান জানান—সরকারের আইসিটি বিভাগ এই বছর থেকে হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের লজিস্টিক সন্বয়কারী কাব্য আহমেদ জানান, শিক্ষার্থীরা এই অনলাইন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিটি অনলাইন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিস্তারিত জানা যাবে সাইটে