কোথায় রাউটার রাখবেন, জানাবে পদার্থবিদ্যা

এবার পদার্থবিদ্যার আলোকে বের করা হয়েছে রাউটার স্থাপনের উপযুক্ত স্থান। এটি নির্ণয়ে ১৯ শতকের ম্যাক্সওয়েল সমীকরণ ও স্মার্টফোনের সাহায্য নেয়া হয়েছে।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 04:12 PM
Updated : 27 March 2015, 04:12 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অভিনব এ পদ্ধতিটি বের করেছেন যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন-এর পিএইচডি শিক্ষার্থী জেসন কোল।

উপযুক্ত স্থান বের করার জন্য কোল সাধারণ রাউটারের হিসেব অনুযায়ী ২.৪ গিগাহার্টজ বিদ্যুতস্পন্দনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সৃষ্টি করেন ও ম্যাক্সওয়েল সমীকরণের সাহায্যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ প্রবাহ নির্ণয় করে স্মার্টফোনে ওয়াই-ফাই সিগনালের একটি ম্যাপ তৈরি করতে সক্ষম হন। আর এতেই বের হয়ে আসে রাউটার রাখার উপযুক্ত স্থান কোনটি হতে পারে তার উত্তর।

একই প্রক্রিয়ায় ওয়াই-ফাই তরঙ্গের ম্যাপ তৈরি করতে পারবে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপও তৈরি করেছেন কোল। ‘ওয়াইফাই সলভার এফটিডিটি’ নামক ওই অ্যাপটির সাহায্যে রাউটার রাখার উপযুক্ত স্থান বের করা সম্ভব হবে। ৭৪ সেন্টের বিনিময়ে অ্যাপস্টোর থেকে সংগ্রহ করা যাবে অ্যাপটি।