চলতি বছরেই চারটি ব্ল্যাকবেরি

স্পেইনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৫-তে নতুন ‘ব্ল্যাকবেরি লিপ’ স্মার্টফোন উন্মোচন করেছে কানাডিয়ান নির্মাতা ব্ল্যাকবেরি। বলা হচ্ছে, ‘ক্যারিয়ার মুখি’ তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে ব্ল্যাকবেরি লিপ। চলতি বছরে মোট ৪টি স্মার্টফোন বাজারজাত করার ঘোষণা দিয়েছেন ব্ল্যাকবেরির ডিভাইসেস অ্যান্ড ইমার্জিং সলিউশনস বিভাগের  প্রধান রন লোউকস।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 12:32 PM
Updated : 5 March 2015, 12:32 PM

৫ ইঞ্চির টাচস্কিন ডিসপ্লের ‘ব্ল্যাকবেরি লিপ’-এর আনলকড সংস্করণের দাম হবে ২৭৫ ডলার।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট রিকোড জানিয়েছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এক সংবাদ সম্মেলনে ব্ল্যাকবেরি লিপ উন্মোচন করেন লোউকস। চলতি বছরে ব্ল্যাকবেরি আরও তিনটি স্মার্টফোন বাজারজাত করবে বলে জানান তিনি।

এর মধ্যে একটি ডিভাইস কিবোর্ডভিত্তিক হবে। আর দ্বিতীয় আরেকটি ডিভাইসে বাঁকানো ডিসপ্লে আর স্লাইড-আউট কিবোর্ড থাকবে বলে জানিয়েছেন লোউকস।

অন্যদকে ২০১৪ সালের শেষ প্রান্তিকে আগের কয়েক বছরের তুলনায় আর্থিক দিক থেকে স্থিতিশীল অবস্থায় ছিল ব্ল্যাকবেরি। আয় বৃদ্ধির সঙ্গে ক্রমান্বয়ে ব্ল্যাকবির মুনাফার পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ব্ল্যাকবেরি সিইও জন চেন।