অ্যাপল-গুগলে এইচবিওর স্ট্রিমিং!

বহুল প্রতিক্ষিত ‘এইচবিও নাও’ ভিডিও স্ট্রিমিং নিয়ে জোট বাঁধতে টেক জায়ান্ট অ্যাপল আর গুগলের সঙ্গে আলোচনা করছে শীর্ষস্থানীয় মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এইচবিও।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 12:31 PM
Updated : 5 March 2015, 12:31 PM

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এইচবিও জনপ্রিয় টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’-এর চতুর্থ সিজনের সঙ্গে সময় মিলিয়ে এপ্রিল মাসেই স্ট্রিমিং সার্ভিসটি চালু হওয়ার কথা আছে। স্ট্রিমিং সার্ভিসটির পেছনে গ্রাহকের মাসিক খরচ হবে ১৫ ডলার করে।

স্ট্রিমিং সার্ভিসটি নিয়ে জোট বাঁধতে গুগল ও অ্যাপলসহ কমপক্ষে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে এইচবিও আলোচনা করছে বলে জানিয়েছে রয়টার্স।

এইচবিও ভিডিও স্ট্রিমিং সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছিল ২০১৪ সালের অক্টোবর মাসে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লিখিত জোটের ব্যাপারে ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল ও গুগলের মুখপাত্র।