অ্যান্ড্রয়েডের জন্য বিজয় কিবোর্ড

গুগল প্লে স্টোরে একসঙ্গে তিনটি নতুন অ্যাপ যোগ করেছে কম্পিউটারে বাংলা লেখন পদ্ধতি ‘বিজয় কিবোর্ড’ নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ কম্পিউটার্স। বিজয় কিবোর্ড, বিজয় বর্ণমালা আর বিজয় অ্যালফাবেট অ্যাপগুলো ডাউনলোড করা যাবে বিনামূল্যে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 12:11 PM
Updated : 1 March 2015, 12:11 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েডের জন্য ‘বিজয় কিবোর্ড’ অ্যাপটি গুগল প্লে স্টোরে প্রথমবার আপলোড করা হয়েছিল চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি। অ্যাপটি আপডেট করা হয় ২২ ফেব্রুয়ারি। এটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বিজয় কিবোর্ড অনুসরণ করে ইউনিকোড পদ্ধতিতে বাংলা লেখা যায়।

‘বিজয় বর্ণমালা’ ও ‘বিজয় অ্যালফাবেট’ অ্যাপ দুটি প্লে স্টোরে আপলোড করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। ‘বিজয় বর্ণমালা’ শিশুদের বাংলা বর্ণমালা শেখার জন্য আর ‘বিজয় অ্যালফাবেট’ শিশুদের ইংরেজি বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আনন্দ কম্পিউটার্স।