হ্যাকিংয়ের শিকার লেনোভো

‘শনির দশা’ থেকে যেন কোনো ভাবেই বের হতে পারছে না লেনোভো। ‘সুপারফিস’ অ্যাডওয়্যার নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যেই হ্যাকিংয়ের শিকার হয়েছে চীনা কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে লেনোভোর নিজস্ব ওয়েবসাইটি হ্যাক করেছে হ্যাকারদের দল লিজার্ড স্কোয়াড।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 12:51 PM
Updated : 28 Feb 2015, 12:51 PM

২০১৪ সালের বড়দিনে লিজার্ড স্কোয়াডের সাইবার আক্রমণেই বিকল হয়ে পরেছিল প্লেস্টেশন নেটওয়ার্ক আর এক্সবক্স লাইভ নেটওয়ার্ক।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, লেনোভো ডটকমে প্রতিষ্ঠানটির নিজস্ব পণ্যের বদলে দেখা যাচ্ছে ওয়েবক্যাম দিয়ে তোলা কিছু ছবির স্লাইডশো। ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি পপ গান। ছবিগুলোতে ক্লিক করলে তা ‘লিজার্ডসার্কেল’ নামের একটি টুইটার অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে ব্যবহারকারীকে।

ওই টুইটার অ্যাকাউন্টে জনসংযোগ প্রতিষ্ঠান টেক্সট১০০ এর পক্ষ থেকে লেনোভোর বিভিন্ন কর্মকর্তার কাছে পাঠানো একটি বার্তার ছবি পোস্ট করা হয়েছে। ওই ছবিটি থেকে ধারণা করা হচ্ছে কেবল ওয়েবসাইট নয়, লেনোভোর কর্মকর্তাদের নিজস্ব ইমেইল অ্যাকাউন্টও হ্যাক করেছে লিজার্ড স্কোয়াড।

ফলে শুধু ওয়েবসাইট হ্যাকিং নয়, লেনোভো আরও বড় ক্ষতির মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ম্যাশএবল।