অ্যান্ড্রয়েডের জন্য বিজয় বাংলা

১৯ ফেব্রুয়ারি গুগল প্লে স্টোরে আপলোড হয়েছে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার বিজয় বাংলার অ্যান্ডয়েড অ্যাপ। অ্যাপটির নাম দেয়া হয়েছে “বিজয় অ্যান্ড্রয়েড”। নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ কম্পিউটার্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিনামূল্যেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 03:24 PM
Updated : 26 Feb 2015, 03:24 PM

অ্যাপটি ডাউনলোড করার পর সেটিংসে গিয়ে “ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট” অপশনে গিয়ে বিজয় কিবোর্ড সিলেক্ট করতে হবে। ফলে স্মার্টফোনের কিবোর্ডে যুক্ত হবে “বিজয়” বাটন। বাটনটিতে টাচ করলেই বিজয় কিবোর্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

কিবোর্ড ব্যবহার পদ্ধতি কম্পিউটার সফটওয়্যাটির মতোই। তবে শিফ্ট বাটনের বদলে স্মার্টফোনের ক্যাপস লক বাটন ব্যবহার করতে হবে। আর যুক্তাক্ষর লিখতে ব্যবহার করতে হবে “্” বাটনটি।