চালু হয়েছে পাইরেট বে

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে আলোচিত-বিতর্কিত টরেন্ট সাইট পাইরেট বে। সুইডিশ পুলিশের অভিযানের মুখে সাইটটি বন্ধ হয়ে গিয়েছিল ২০১৪ সালের ৯ ডিসেম্বর।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 11:11 AM
Updated : 1 Feb 2015, 11:11 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ৯ ডিসেম্বরের ওই অভিযানে সাইটটির সার্ভার জব্দ করেছিল সুইডিশ পুলিশ। সাইটটির বিরুদ্ধে কপিরাইট করা কনটেন্ট পাইরেসির অভিযোগ উঠেছে একাধিকবার।

পুলিশি অভিযানের দুই সপ্তাহের মাথায় চালু হয়েছিল পাইরেট বে’র ‘অস্থায়ী’ হোমপেইজ। পেইজটিতে ফেব্রুয়ারির ১ তারিখের উদ্দেশ্যে কাউন্টডাউন চলছিল বলে জানিয়েছে টরেন্টফ্রিক।