মুনাফা বেড়েছে ফেইসবুকের

গেল বছরের শেষ প্রান্তিকে মুনাফা বেড়েছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুকের। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের শেষ তিন মাসে ৭০.১ কোটি ডলার মুনাফা করেছে ফেইসবুক, যা ২০১৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 11:55 AM
Updated : 29 Jan 2015, 11:55 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন খাত থেকে ফেইসবুকের আয় ৫৩ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩শ’ ৫৯ কোটি ডলারে। এই আয়ের ৭০ শতাংশই এসেছে মোবাইল প্ল্যাটফর্মের বিজ্ঞাপন খাত থেকে।

শুধু মুনাফা নয়, বেড়েছে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যাও। ২০১৪ সাল শেষে সাইটটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা এখন ১শ’ ৩৯ কোটি, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি।

তবে প্রতি ডলার আয়ে ফেইসবুকের মুনাফার পরিমাণ ৪৪ শতাংশ থেকে কমে ২৯ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে বিবিসি। বাজারজাতকরণ আর উন্নয়ন ও গবেষণা খাতে খরচ বাড়ায় আয়ের বিপরীতে মুনাফার পরিমাণ কমেছে প্রতিষ্ঠানটির।