সাইবার আক্রমণ বাড়াচ্ছে হ্যাকটিভিস্টরা!

গত এক দশকে ‘হ্যাকটিভিস্ট’ আর গেইমারদের কারণে বেড়েছে সাইবার আক্রমণের ঘটনা! টানা দশ বছরের ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণের ডেটা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে নেটওয়ার্ক সিকিউরিটি সফটওয়্যার নির্মাতা আরবর নেটওয়ার্কস।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 12:08 PM
Updated : 28 Jan 2015, 12:08 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার আক্রমণের অন্যান্য পদ্ধতির তুলনায় ডিডিওএস আক্রমণ চালানো সহজ হওয়ায় হ্যাকটিভিস্ট আর ‘ক্ষ্যাপা’ গেইমারদের অনেকেই বেছে নিচ্ছেন এই পন্থা। হোম রাউটার হ্যাক করে ব্যবহার করা হচ্ছে ডিডিওএস আক্রমণের অস্ত্র হিসেবে।

আরবর নেটওয়ার্কসের জৈষ্ঠ্য বিশ্লেষক ড্যারেন অ্যানস্টি জানিয়েছেন, ২০১১ সালের সবচেয়ে বড় ডিডিওএস আক্রমণে প্রতি সেকেন্ড ১শ’ গিগাবাইট ডেটা ট্রান্সফার রেকর্ড করা হয়েছিল। আর ২০১৪ সালে এসে ডিডিওএস সাইবার আক্রমণে সর্বোচ্চ ডেটা ট্রান্সফারের পরিমাণ ছাড়িয়েছে ৪শ’ গিগাবাইট।

‘লিজার্ড স্কোয়াড’-এর মতো হ্যাকটিভিস্ট সংগঠনগুলো সাম্প্রতিক সময়ে ডিডিওএস আক্রমণের দিকে বেশি ঝুঁকেছে বলে জানিয়েছেন তিনি। এমনকি প্রতিদ্বন্দ্বীকে অনলাইন থেকে হঠাতে গেইমাররাও তথাকথিত ‘বুটার’ সার্ভিসের শরণাপন্ন হচ্ছেন।