কোরিয়ান নেটওয়ার্কে ঢুকেছিল যুক্তরাষ্ট্র

২০১০ সালে উত্তর কোরিয়ার কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এর ফল হিসেবে সনি পিকচার্সে সাইবার আক্রমণের ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সহায়তা পাচ্ছে ওবামা প্রশাসন।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2015, 11:11 AM
Updated : 20 Jan 2015, 11:11 AM

চীনের নেটওয়ার্ক ব্যবহার করে গোটা বিশ্বের সঙ্গে অনলাইন নেটওয়ার্কে সংযুক্ত উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের  ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আর সাবেক পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া আর অন্যান্য মার্কিন সমর্থক রাষ্ট্রগুলোর সহায়তায় প্রথমে চীনের নেটওয়ার্কে ঢোকার পর উত্তর কোরিয়ার নেটওয়ার্কে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল গোয়েন্দা সংস্থা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা একটি ম্যালওয়ার ব্যবহার করেছিলেন, যা দিয়ে উত্তর কোরিয়ান হ্যাকারদের কম্পিউটার আর নেটওয়ার্ক ট্র্যাক করা যায়।

মার্কিন এক সামরিক কর্মকর্তার মতে, এই ঘটনায় উত্তর কোরিয়াকে অভিযোগ করার ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার ‘কোনো সন্দেহ নেই’।

অন্যদিকে, এমন অভিযোগকে ‘ভিত্তিহীন অপবাদ’ বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া।