মঙ্গলে অক্ষত বিগল২

২০০৩ সালের বড়দিনে মঙ্গলের বুকে অবতরণ করেছিল বিগল২ রোবট। অবতরণের পর রোবটটির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে না পেরে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন অবরণের সময় কোনো জটিলতায় ধ্বংস হয়েছিল বিগল২। কিন্তু নাসার মহাকাশযানের তোলা ছবি দিচ্ছে ভিন্ন তথ্য। ধ্বংস হয়নি, মঙ্গল পৃষ্ঠে বহাল তবিয়তেই আছে বিগল২।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2015, 11:49 AM
Updated : 19 Jan 2015, 11:49 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নাসার ‘মার্স রিকনিসেন্স অরবিটার’-এর তোলা ছবিতে খোঁজ মিলেছে বিগল২-এর। ওই ছবিগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মত, সফলভাবে অবতরণের পরেও সঠিক ভাবে খোলেনি রোবটটির সোলার প্যানেলগুলো।

“সোলার প্যানেলগুলো পুরোপুরি না খোলা পর্যন্ত বিগল২-এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। কারণ এর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যান্টেনার অবস্থান ওই সোলার প্যানেলগুলোর নিচেই।”--জানিয়েছেন বিগল মিশনের ব্যবস্থাপক এবং লেস্টার ইউনিভার্টির অধ্যাপক মার্ক সিমস।

লক্ষ্যে পৌঁছেও বিগল২-এর এই যান্ত্রিক জটিলতা কেবল ‘দুর্ভাগ্য’ বলে মন্তব্য করেছেন অধ্যাপক সিমস।