ছয় শতাংশ মানুষ ইন্টারনেটে আসক্ত

ইউনিভার্সিটি অফ হংকং-এর গবেষকদের প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি ২০ জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন ইন্টারনেটে আসক্ত।

রেজওয়ান আহমেদ নাজিববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 03:11 PM
Updated : 27 Dec 2014, 03:11 PM

মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইন্টারনেট আসক্তির পরিমাণ ৮ শতাংশ। গবেষকরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট আসক্তদের এই হার জুয়া খেলায় আসক্তদের থেকে প্রায় দশগুণ বেশি।

গবেষণার প্রতিবেদন অনুযায়ী, ঘনবসতিপূর্ণ, নিয়মিত ট্রাফিক সমস্যার শিকার হতে হয়, পরিবেশ দূষণের হার বেশি এবং বার্ষিক জাতীয় আয়ের পরিমাণ কম এমন দেশগুলোতেই ইন্টারনেট আসক্তদের সংখ্যা তুলনালক বেশি।

এ ব্যাপারে ভার্চুয়াল রিয়ালিটি মেডিকেল ইন্সিটিউটের প্রধান বলেন, “মানুষের জীবনযাত্রার মান ও ইন্টারনেটে আসক্তির মধ্যে সম্পর্কের স্বপক্ষে প্রাথমিক প্রমাণ দিচ্ছে এই গবেষণা।”

তবে এই গবেষণা প্রতিবেদন থেকে উত্তর ও পশ্চিম ইউরোপের মানুষদের উচ্চ ইন্টারনেটে ব্যবহারের কোন কারণ ব্যাখ্যা করতে পারেননি গবেষকরা।