উবারের দুঃখ প্রকাশ

সিডনি জিম্মিকাণ্ডে ভাড়া বৃদ্ধির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অ্যাপভিত্তিক পরিবহন নেটওয়ার্ক উবার। সেই সঙ্গে বাড়তি ভাড়া ফেরত দেয়ার কথাও ভাবছে তারা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 01:45 PM
Updated : 25 Dec 2014, 01:45 PM

মানুষের পরিবহন চাহিদা বেড়ে যাওয়ার সময় ট্যাক্সিক্যাব ভাড়া স্বাভাবিকের তুলনায় চার গুণ বাড়ায় উবার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কড়া সমালোচনার মুখে পড়ে তারা। ভুল স্বীকার করে নিয়ে উবার কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানায়, গত সপ্তাহে সিডনিতে ঘটে যাওয়া ঘটনাটি সবার জন্যই হতাশাজনক এবং সে সময় নেওয়া এমন পদক্ষেপের জন্য তারা সত্যিই দুঃখিত। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবরোধের সময় তাদের সিডনির বাইরে যাওয়ার ব্যাপারটি গুরুত্ব দেয়া উচিত ছিল বলে মনে করে তারা। এজন্য শহরবাসীর জন্য ফ্রি-রাইড আর আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেয়া হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

গত সপ্তাহে সিডনিতে জিম্মি ঘটনায় তিনজন মারা যায়। শহরবাসীরা নিরাপত্তার জন্য শহরেরে বাইরে চলে যাওয়া শুরু করলে পরিবহন চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। উবারের ভাড়া বাড়ানোর ঘটনয়ায় চরম বিপত্তিতে পড়ে তারা।