শুরু হচ্ছে মেইজকন ৩

বাংলাদেশের অ্যানিমে ভক্তদের সংগঠন মেইজসিটির আয়োজনে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত  হবে অ্যানিমে ভক্তদের সমাবেশ মেইজকন ৩। এই নিয়ে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে মেইজকন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 01:13 PM
Updated : 24 Dec 2014, 01:13 PM

মেইজসিটি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিনব্যাপী মেইজকনে অংশ নেবে তিনশ’র বেশি অ্যানিমে ভক্ত। ভক্তরা অংশ নেবেন কসপ্লে (বিভিন্ন অ্যানিমে চরিত্রকে অনু্করণে সাজ), কারাওকে, কুইজ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। এছাড়াও কমিকস/মাঙ্গা ও অ্যানিমে কালেক্টেবল বিক্রয়ের বিভিন্ন প্রতিষ্ঠান এই আয়োজনে অংশগ্রহণ করছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

মেইজকন ৩-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘উন্মাদ’ খ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বেসিক আলি এবং বাবু’র স্রষ্টা শাহরিয়ার খান। প্যানেলে অতিথি কার্টুনিস্ট হিসেবে থাকবেন মেহেদী হক, নাসরিন সুলতানা মিতু, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়।

অ্যানিমে হল জাপানি অ্যানিমেশন। পুরো পৃথিবী জুড়ে এখন এর জনপ্রিয়তা বিস্মিত হওয়ার মত। বাংলাদেশের অ্যানিমের ভক্তদের নিয়ে ২০০৬ সালে যাত্রা শুরু করে ‘মেইজসিটি’।