টুইটারকে সনি'র হুমকি!

হ্যাকারদের ফাঁস করে দেওয়া ইমেইলের লিংক আছে এমন টুইটার অ্যাকাউন্ট বন্ধ না করলে মাইক্রোব্লগিং সাইটটির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে হলিউডি প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট।   

রেজওয়ান আহমেদ নাজিববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 01:12 PM
Updated : 24 Dec 2014, 01:12 PM

প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ফাঁস হওয়া ডেটা শেয়ার করা হচ্ছে যে অ্যাকাউন্টগুলো থেকে, ওই অ্যাকাউন্টগুলো বন্ধ না করলে মামলা করার হুমকি দিয়ে টুইটারের কাছে চিঠি পাঠিয়েছেন সনির আইনজীবী ডেভিড বোয়িস।

বোয়িসের সেই চিঠির স্ক্রিনশট নিয়ে টুইটারেই পোস্ট করে দিয়েছেন এক ব্যবহারকারী।

শুধু অ্যাকাউন্ট বন্ধ করেই নয়, ‘ভবিষ্যতেও চুরি হওয়া ডেটা কোনো অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সনি কর্তৃপক্ষের অনুরোধ’ টুইটারের রাখা উচিত বলে লেখা হয়েছে ওই চিঠিতে।

একই সঙ্গে টুইটার ব্যবহারকারী ভাল্ ব্রোয়েকস্মিতকে ফাঁস হওয়া্ ইমেইলের লিংক শেয়ার করা বন্ধ করার পরামর্শ দেওয়ার দাবি করেছেন সনির আইনজীবী।

আর সনির ‘অনুরোধ’ না রাখলে ক্ষতিপূরণের জন্য টুইটারই দায়ি থাকবে বলে হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে।