অ্যাপলের সঙ্গে জোট বাঁধতে চায় ইয়াহু-মাইক্রোসফট!

সাফারি ব্রাউজারের ম্যাপ আর সার্চ সেবার জন্য গুগলের সঙ্গে জোট বেঁধে অ্যাপল কাজ করেছে দীর্ঘদিন। তবে দুই প্রযুক্তি জায়ান্টের এই বিষয়ক চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০১৫ সালেই। এখন সাফারি ব্রাউজারের জন্য ডিফল্ট সার্চ প্রোভাইডার হতে অ্যাপলের সঙ্গে জোট বাঁধার জন্য উঠে পড়ে লেগেছে ইয়াহু ‍ও মাইক্রোসফট।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 12:52 PM
Updated : 28 Nov 2014, 12:52 PM

ম্যাকরিউমারস ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সাফারির ব্রাউজার নিয়ে কোন চুক্তিতে না থাকলেও অন্যান্য ক্ষেত্রে অ্যাপলের সঙ্গে ব্যবসায়িক চুক্তি ঠিকই আছে ইয়াহু ও স্যামসাংয়ের। আইওএসের জন্য স্টক ডেটা সরবরাহ করে ইয়াহু, আর সিরির জন্য বিং সার্চ রেজাল্ট সরবরাহ করে মাইক্রোসফট।

তবে গুগলকে হটিয়ে আইওএস ও ম্যাক ডিভাইসের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে চুক্তিবদ্ধ হতে ইয়াহু-মাইক্রোসফট উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা নাকি এরইমধ্যে প্রস্তাব পাঠিয়েছেন অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার ও সার্ভিসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট এডি কিউ-এর কাছে।

তবে গুগলের সঙ্গে চুক্তি পুনরায় নবায়ন হবে নাকি ইয়াহু বা মাইক্রোসফটের সঙ্গে নতুন চুক্তি হবে সে বিষয়ে কোন ইঙ্গিত দেয়নি অ্যাপল।