ড্রপবক্সেই অফিস ডকুমেন্ট এডিট

এখন আইফোন আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেই ড্রপবক্সে রাখা মাইক্রোসফট অফিস ফাইল দেখার এবং এডিট করার সেবা পাবেন ড্রপবক্স ব্যবহারকারীরা।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 12:37 PM
Updated : 26 Nov 2014, 12:37 PM

মঙ্গলবার আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন মাইক্রোসফট অফিস সাপোর্ট চালু করার মাধ্যমে এই সেবা দিচ্ছে ক্লাউড স্টোরেজ প্রতিষ্ঠানটি।

ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রপবক্সের এই নতুন সেবার কার্যকর ব্যবহারের জন্য লাগবে মাইক্রোসফটের অফিস অ্যাপ। ড্রপবক্সে অফিস ডকুমেন্ট দেখার সময় নতুন ‘এডিট’ বাটনে চাপলে ডকুমেন্টটি স্বয়ংক্রিয়ভাবে অফিস অ্যাপে খুলে যাবে। ডকুমেন্টের পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে সেইভ হবে ড্রপবক্সে।

মাইক্রোসফট আর ড্রপবক্সের সাম্প্রতিক চুক্তি আর নতুন সেবার মাধ্যমে মোবাইল ডিভাইস থেকে বিভিন্ন অফিস অ্যাপ ব্যবহারে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে মাইক্রোসফট। ওয়েব ড্রপবক্সে মাইক্রোসফট অফিস অ্যাপের এই সেবা ২০১৫ সাল নাগাদ চালু হবে বলে জানিয়েছে ম্যাশএবল ডটকম।