মাইক্রোসফটের মামলা দায়ের

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ‘ইন্টারনাল রেভেনিউ সার্ভিস’ বা আইআরএস এর বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 01:48 PM
Updated : 25 Nov 2014, 01:48 PM

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে করা মাইক্রোসফটের বৈদেশিক লেন-দেন ও আদায়করা করের উপর তদন্ত চালাতে সম্প্রতি কলম্বিয়ান ল’ফার্ম কুইন ইমানুয়েল আর্কেট অ্যান্ড সালিভান এর সঙ্গে চুক্তি করেছে আইআরএস। তদন্তের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ২০ লাখেরও বেশি মার্কিন ডলারের চুক্তি করেছে আইআরএস। আর এ পদক্ষেপের কারণ জানতে চেয়ে মামলা দায়ের করেছে মাইক্রোসফট। এক বিবৃতিতে মাইক্রোসফত জানায়, “সরকারি সংস্থা, নাগরিকদের অর্থায়নে চলে, তথ্য স্বাধীনতা আইনের আওতায় এ বাধ্যবাধকতা রাখে।”

অন্যদিকে, আইআরএস-এর একজন মুখপাত্র এ বিষয়ে মুখ খুলতে রাজি হন নি। সম্প্রতি, আইআরএস মাইক্রোসফট, আমাজনের মত প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোর লেন-দেনের হিসাব-নিকাশ যাচাই করেছে।