ফেইসবুকের ‘ওয়ার্কপ্লেস নেটওয়ার্ক’!

এবার নাকি ‘ওয়ার্কপ্লেস নেটওয়ার্ক’ বানাচ্ছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। দেখতে প্রচলিত ফেইসবুকের মতোই নাকি হবে ‘ফেইসবুক অ্যাট ওয়ার্ক’। তবে অফিসের কাজকর্ম আর ব্যক্তিগত কনটেন্ট থাকবে একেবারেই আলাদা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 01:07 PM
Updated : 18 Nov 2014, 01:07 PM

ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে ফেইসবুক কর্তৃপেক্ষর নতুন এই প্লাটফর্মের খবর। ব্যবসা-বাণিজ্যবিষয়ক ওই ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই প্লাটফর্ম থেকে অফিসের বিভিন্ন নথিপত্র আদানপ্রদান আর সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারী।

এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ‘প্রোফেশনাল নেটওয়ার্ক’ তৈরি করা যাবে নতুন প্লাটফর্মে। আর এই সবকিছুই করা যাবে ব্যক্তিগত প্রোফাইল আলাদা রেখে।

এ ব্যাপারে ফেইসবুকের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে বিবিসিকে জানিয়েছেন ফেইসবুকের একজন মুখপাত্র।

ফেইসবুকের এই নতুন প্লাটফর্ম গুগল ড্রাইভ, মাইক্রোসফট অফিস আর লিংকডইন-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে সবচেয়ে শক্তিশালী ‘প্রোফেশনাল নেটওয়ার্ক লিংকডইন’। দুইশ’রও বেশি দেশে ৩৩ কোটি ২০ লাখ ব্যবহারকারী আছে ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই নেটওয়ার্কের।