মুনাফা ধস স্যামসাংয়ে

টেক জায়ান্ট স্যামসাং এর প্রান্তিক পরিচলন মুনাফা কমেছে ৬০ শতাংশ। স্মার্টফোন বিক্রি কমে যাওয়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৮০ কোটি ডলার। তিন বছরের মধ্যে এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় মুনাফা ধস।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 12:51 PM
Updated : 30 Oct 2014, 12:51 PM

চলতি মাসের শুরুতে স্যামাংয়ের মুনাফাবিষয়ক পূর্বাভাষেওএমনই ইঙ্গিত দেওয়া হয়েছিল।

পরিচলন মুনাফার পাশাপাশি শেয়ার বাজারেও হোঁচট খেয়েছেবিশ্বে সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা। শেয়ার মূল্য পতনে প্রতিষ্ঠানটির মূল্য এক পঞ্চমাংশকমে গিয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, একদিকে অ্যাপল আইফোন৬ বাজারে আনার বাজারে আধিপত্য ধরে রাখতে হিমসিম খাচ্ছে স্যামসাং। অপরদিকে গ্যালাক্সিস্মার্টফোনগুলো ক্রেতা হারাচ্ছে চীনা ব্র্যান্ড জিয়োমি ও লেনোভো’র কাছে।

মুনাফা ধসের ঝক্কি সামলাতে প্রচারণা খাতে বাজেট বাড়াতেযাচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে স্যামসাংজানিয়েছে, গ্যালাক্সি নোট ৪ ও কিছু মাঝারি বাজেটের স্মার্টফোনের প্রতি ক্রেতাদের বাড়তিচাহিদা দেখা গেছে।