সিমফনির নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে যোগ হচ্ছে সিমফনির নতুন এক্সপ্লোরার এইচ ৫০ স্মার্টফোন। জি+এফ+এফ (Glass+Film+Film) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এর ৫ ইঞ্চি ডিসপ্লেতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 01:03 PM
Updated : 18 Oct 2014, 01:03 PM

জি+এফ+এফ প্রযুক্তি ‘টাচ সেনসিটিভিটি’ এবং এবং ‘টাচ অ্যাকুরেসি’ বাড়ায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিমফনি। স্মার্টফোনটির ১২৮০ বাই ৭২০ পিক্সেলের ডিসপ্লেতে ব্যবহারকারী ঝকঝকে এবং নিখুঁত ছবি, ভিডিও দেখার অভিজ্ঞতা পাবেন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

৮ মেগাপিক্সেল ব্যাক এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে এক্সপ্লোরার এইচ ৫০-তে। অটো-ফোকাস ফিচার আছে দুটি ক্যামেরাতেই। ২০০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি অ্যাছে ডিভাইসটিতে। অন্যান্য ফিচারের মধ্যে আছে ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম এবং ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর।

থ্রিজি, ওয়াই-ফাই সংযোগ সুবিধা মিলবে এতে। আরও আছে জিপিএস, এজিপিএস, জি-সেন্সর, প্রক্সিমিটি অ্যান্ড ম্যাগনেটিক সেন্সর।

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত এক্সপ্লোরার এইচ ৫০’র দাম ১০ হাজার ৫শ' টাকা হবে বলেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিমফনি।