অপারেটিং সিস্টেম বানাচ্ছে এআরএম

নতুন অপারেটিং সিস্টেম(ওএস) বানাচ্ছে ব্রিটিশ কম্পিউটার চিপ নির্মাতা এআরএম। নির্মাতারা নতুন ওএসটিকে কেন্দ্র করে নতুন নতুন প্রযুক্তিপণ্য তৈরি করতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 10:36 AM
Updated : 2 Oct 2014, 10:36 AM

নতুন অপারেটিং সিস্টেম এআরএম এমনভাবে ডিজাইন করছে যেন এটি বিদ্যুৎ শক্তি এবং মেমোরি সাশ্রয়ী হয়-- এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই ওএস বিনা খরচে ব্যবহারের সুযোগ দেবে এআরএম।

মূলত ‘ইন্টারনেট অফ থিংস’ হিসেবে অভিহিত প্রযুক্তিপণ্যের উদীয়মান বাজারের জন্যই নতুন ওএস বানাচ্ছে এআরএম। তবে এর একটাই সীমাবদ্ধতা থাকবে, কেবল করটেক্স-এম ডিজাইনভিত্তিক চিপসেটে কাজ করবে এই ওএস।

হার্ডওয়্যার নির্মাতারা চলতি বছরেই এআরএমের তৈরি অপারেটিং সিস্টেম হাতে পাবেন বলে জানিয়েছে বিবিসি। আশা করা হচ্ছে ২০১৫ সালে বাজারে আসবে এআরএমের অপারেটিং সিস্টেমভিত্তিক প্রথম ডিভাইস।