বেঁকে যাচ্ছে নতুন আইফোন!

আইফোন ক্রেতাদের নতুন অভিযোগ, প্যান্টের পকেটেই বাঁকা হয়ে যাচ্ছে ৫.৫ ইঞ্চি স্ক্রিনের আইফোন সিক্স প্লাস!

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2014, 01:17 PM
Updated : 24 Sept 2014, 01:17 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যালুমিনিয়াম কেসিংয়ের স্মার্টফোন পকেটে থাকা অবস্থায় বাঁকা হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ব্যবহারকারী। অনলাইনে বিভিন্ন সাইটেও পোস্ট করা হয়েছে বেঁকে যাওয়া আইফোন সিক্স প্লাসের ছবি।

অভিযোগের সত্যতা যাচাই করতে ‘আইফোন সিক্স প্লাস বেন্ড টেস্ট’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে গ্যাজেটস রিভিউভিত্তিক ইউটিউব চ্যানেল আনবক্স থেরাপিতে। ভিডিওতে উপস্থাপকের হাতের চাপেই বেঁকে যায় আইফোন সিক্স প্লাস। বিশেষ করে হ্যান্ডসেটের ভলিউম বাটনের নীচের অংশেই বাঁকানোর প্রবণতা ছিল বেশি।

স্মার্টফোনটি এভাবে বাঁকিয়ে যাওয়ার কারণ হিসেবে এর অ্যালুমিনিয়াম কেসিংকেই চিহ্নিত করা হয়েছে ওই ভিডিওতে। আইফোন সিক্স প্লাস লম্বা সময় ধরে আঁটসাঁট প্যান্টের পকেটে রাখলে বেঁকে যাওয়ার আশংকা বেশি বলে মন্তব্য করেন উপস্থাপক।