অ্যাডোবির মালিকানায় এভিয়ারি

ফটো এডিটিং প্ল্যাটফর্ম এভিয়ারি-র সত্ব কিনে নিয়েছে অ্যাডোবি। অ্যাপ ডেভেলপারেদের জন্য ডেভেলপমেন্ট কিট তৈরি করে এভিয়ারি, যার সাহায্যে অ্যাপ-এ যোগ করা যায় ফটো এডিটিং অপশন।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 01:39 PM
Updated : 23 Sept 2014, 01:39 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেক ক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, নিজস্ব ফটো এডিটিং অ্যাপও আছে প্রতিষ্ঠানটির। এপর্যন্ত প্রায় ১০০০ কোটি ছবি এডিট করা হয়েছে এই ফটো এডিটিং প্ল্যাটফর্মের সাহায্যে, চলতি বছরের শুরুর দিকে এমনটাই ঘোষণা দিয়েছেল এভিয়ারি।

এভিয়ারির সিইও টোবিয়াস পেগস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, লেনদেনটির কারণে এভিয়ারির অ্যাপগুলোর সার্ভিসে কোন বাধা আসবে না। তবে প্রতিষ্ঠান দুটি একত্রিত হয়ে এভিয়ারি ডেভেলপারদের জন্য অ্যাডোবি ও এভিয়ারি উভয়ের ফিচার মিলিয়ে অ্যাপ তৈরির চেষ্টা করছে। উদাহরণ হিসেবে পেগস জানান, এডিট করা ছবিগুলো অ্যাডোবি ফাইল ফরম্যাটে সেভ করা যাবে ক্রিয়েটিভ ক্লাউডে, ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপের ফিচারগুলো।

লেনদেনটির আর্থিক বিষয়গুলো প্রকাশ করা হয়নি। তবে এভিয়ারির সকল কর্মী অ্যাডোবিতে যুক্ত হচ্ছেন বলে নিশ্চিত করেছেন পেগস।