স্টার্ট মেনু নিয়ে আসছে উইন্ডোজ ৯!

৩০ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিকোতে এক ইভেন্ট আয়োজন করেছে  সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। অনুষ্ঠানের দাওয়াত পেয়েছেন শীর্ষ প্রযুক্তি বোদ্ধা, ডেভেলপার আর সংবাদ কর্মীরা। প্রযুক্তি বাজারে জোর গুজব, ওই ইভেন্টেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন ‘উইন্ডোজ ৯’ উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 12:15 PM
Updated : 16 Sept 2014, 12:15 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে,  “জয়েন আস ফর হোয়াটস নেক্সট ফর উইন্ডোজ অ্যান্ড দ্য এন্টারপ্রাইজ”-- এভাবেই ইমেইলের মাধ্যমে ৩০ সেপ্টেম্বরের অনুষ্ঠানের দাওয়াত দিয়েছে মাইক্রোসফট।

৩০ সেপ্টেম্বর মাইক্রোসফট ‘উইন্ডোজ ৯’ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে- এই খবর সর্বপ্রথম জানিয়েছিল প্রযুক্তিবিষয়ক সাইট ‘দ্য ভার্জ’।

‘উইন্ডোজ ৯’-এ যে ‘স্টার্ট মেনু’ ফিরছে সেটা আগেই দেখিয়েছে মাইক্রোসফট। এছাড়াও ডেস্কটপে উইন্ডোর মাধ্যমে মডার্ন/মেট্রো অ্যাপের ব্যবহারও দেখিয়েছে প্রতিষ্ঠানটি। তবে চলতি গুজব, নতুন উইন্ডোজে থাকবে না উইন্ডোজ ৮-এর ‘চার্মস মেনু’ ।