ফেইসবুকে মঞ্চনাম চায় যৌন সংখ্যালঘুরা

ফেইসবুকে নিজেদের মঞ্চনাম ব্যবহারের অধিকার চেয়ে পিটিশন করেছে একটি বিশেষ শ্রেণির যৌন সংখ্যালঘুরা। বিশেষ এই শ্রেণিটি ড্র্যাগ কুইন নামে পরিচিত, যারা জন্মসূত্রে পুরুষ হয়েও প্রায়শই নারী পোশাকে অভিনয়সহ বিভিন্ন বিনোদনমূলক প্রদর্শনীতে অংশ নেয়।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 01:13 PM
Updated : 15 Sept 2014, 01:13 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সম্প্রতি ফেইসবুকের তরফে বলা হয়েছে তারা যেন নিজেদের প্রকৃত নাম সোশাল নেটওয়ার্কিং সাইটটিতে ব্যবহার করেন।

ফেইসবুক তাদেরকে আসল নাম ব্যবহার করতে বলায় এ আবেদন করে মঞ্চে নারী বেশে অভিনয় করা এসব পুরুষরা।

‘স্বচ্ছতা ও জবাবদিহিতা’ নিশ্চিত করতেই ফেইসবুক এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে সোশাল নেটওয়ার্ক সাইটটি।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২ হাজারের বেশী স্বাক্ষর সম্বলিত ওই পিটিশন দায়ের করার পর অভিনয়শিল্পী অলিভিয়া লা গারসে বলেন, যদিও তাদের ব্যবহার করা নামগুলো তাদের আসল নাম নয় তবে এ নামগুলো তাদের ব্যাক্তিগত এবং গোষ্ঠীগত পরিচয়ের অংশ।

স্যান ফ্রানসিসকো’র অভিনয়শিল্পী সিস্টার রোমা এ বিষয়ে সতর্কতা বাড়ানোর লক্ষ্যে #মাইনেমইজরোমা নামের একটি হ্যাশট্যাগ কার্যক্রমও শুরু করেছেন।

সামাজিক নেটওয়ার্কে নিরাপত্তা বাড়ানোর জন্যই প্রকৃত নাম ব্যবহারে জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।