সিমফনির নতুন ‘ফ্যাবলেট’

বাংলাদেশের বাজারে ৫.৫ ইঞ্চির নতুন ‘এক্সপ্লোরার পি ফাইভ’ ফোন নিয়ে এসেছে মোবাইল ফোন নির্মাতা সিমফনি। বাজারে প্রচলিত বড় পর্দার স্মার্টফোনগুলোর সব ফিচারই আছে বলে এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে সিমফনি ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2014, 01:23 PM
Updated : 12 Sept 2014, 01:23 PM

‘এক্সপ্লোরার পি ফাইভ’-এ আছে ১.৩ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর এবং ৫১২ মেগাবাইট র্যাম। উন্নত গ্রাফিক্সের জন্য আছে মালি ৪০০ জিপিইউ। এর রম ৪ জিবি হলেও তা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

বিজ্ঞপ্তিতে এই ফোনটিকে ফ্যাবলেট শ্রেণিভুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে ‘এক্সপ্লোরার পি ফাইভ’-এ। এতে ক্যামেরার ব্যবহার সহজ করবে অটো ফোকাস, কন্টিনিউয়্যাস শট এর মতো ফিচারগুলো।

অ্যান্ড্রয়েড ৪.৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে চালিত এই ফ্যাবলেটে আছে থ্রিজি, ওয়াই-ফাই এবং এজ সংযোগ সুবিধা। জিপিএস এবং এজিপিএস সুবিধাও আছে। লম্বা সময় ব্যবহারের জন্য আছে ২৫০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি।

১ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে সিমফনি ‘এক্সপ্লোরার পি ফাইভ’-এর সঙ্গে। দাম হবে ৭৯৯০ টাকা।