আসছে নতুন লুমিয়া

জার্মানির বার্লিনে এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শো ‘আইএফএ ২০১৪’-তে আসছে নতুন দুই লুমিয়া স্মার্টফোন। ধারণা করা হচ্ছে লুমিয়া সিরিজের পণ্যগুলোর তালিকায় যোগ হচ্ছে ‘লুমিয়া ৭৩০’ এবং ‘লুমিয়া ৮৩০’ এই নতুন দুই স্মার্টফোন।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 11:44 AM
Updated : 2 Sept 2014, 11:44 AM

আইএফএ ২০১৪-তে নতুন দুই লুমিয়া স্মার্টফোনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছে মোবাইল ফোন প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএম এরিনা। ৫ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর বার্লিনের অনুষ্ঠিত হবে কনজিউমার ইলেকট্রনিক্স শোটি।

জিএসএম এরিনার প্রতিবেদন অনুযায়ী, লুমিয়া ৭৩০ স্মার্টফোনে থাকবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪.৭ ইঞ্চি আর ৭২০ পিক্সেলের ডিসপ্লের স্মার্টফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৪০০ জিপসেট এবং কোয়াড-কোর করটেক্স এসেভেন সিপিইউ। আরও থাকবে ৬.৫ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। দাম হবে ২৪০ ডলার।

সেপ্টেম্বরের মাসের মধ্যেই লুমিয়া ৭৩০ বাজারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে জিএসএম এরিনা। পাশাপাশি আইএফএ ২০১৪-তে মাইক্রোসফট মাঝারি দামের লুমিয়া ৮৩০ স্মার্টফোন উন্মোচন করবে বলে জানিয়েছে সাইটটি। পিউরভিউ ক্যামেরা থাকবে এই স্মার্টফোনে।