বিপাকে অ্যাংরি বার্ডস নির্মাতা

ব্যবসা মন্দায় বিপাকে পড়েছে বছরখানেক আগেই অ্যান্ড্রয়েড গেইমসের জগতে শীর্ষস্থানে থাকা গেইম ‘অ্যাংরি বার্ডস’ নির্মাতা রোভিও। প্রতিষ্ঠানটির সিইও পদ হারাচ্ছেন মিকাইল হেড, তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক নোকিয়া কর্মী পেক্কা রেনটালা।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 01:55 PM
Updated : 31 August 2014, 01:55 PM

সিএনএন জানিয়েছে, একেবারেই প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন না হেড, রোভিও এনিমেশনের বোর্ড চেয়ারম্যান হিসেবে থাকবেন তিনি।

নিজেদের ‘বিজনেস মডেলে’ পরিবর্তন আনছে রোভিও এন্টারটেইনমেন্ট। পে-টু-প্লের বদলে ফ্রি-টু-প্লে কৌশল মডেল অবলম্বন করবে প্রতিষ্ঠানটি।

বর্তমানে প্রতিষ্ঠানটির বাৎসরিক আয়ের অর্ধেকই আসে বিভিন্ন খেলনা, পোষাক ইত্যাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অ্যাংগ্রি বার্ডের ছবি ব্যবহারের লাইসেন্স বিক্রির মাধ্যমে। আয় স্থিতিশীল থাকলেও ২০১৩ সালে প্রতিষ্ঠানটির বাৎসরিক মুনাফা কমেছে অর্ধেকেরও বেশি।

২০১৬ নাগাদ অ্যাংগ্রি বার্ড নিয়ে অ্যানিমেটেড মুভি বানানোর কাজও করছে প্রতিষ্ঠানটি। অ্যানিমেশন ও ভিডিও তৈরি খাতে রোভিওর ব্যাপক খরচ বেড়েছে বলে জানিয়েছে সিএনএন।