চশমা-কে বিদায়!

চোখের উপর এক জোড়া চশমা ঝুলিয়ে রাখতে রাখতে বিরক্ত! সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক অভিনব কৌশল উদ্ভাবন করেছেন যা চশমাকে জানাতে পারে বিদায়।

আজমল বশির শিহাবআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 09:40 AM
Updated : 28 August 2014, 09:40 AM

চোখের সমস্যা কমাতে আজকাল অনেকেই লেজার সার্জারি করান। এ পরেও কম আলোতে পড়ার সময় চশমার প্রয়োজন হয় অনেকেরই। এক্ষেত্রে সমাধান হতে পারে বিজ্ঞানীদের ‘রেইনড্রপ’ কৌশল।

এ প্রযুক্তিতে ‘রেইনড্রপ’ নামের একটি ছোট বস্তু চোখের কর্নিয়ার নিচে স্থাপন করা হয়। বার্ধক্যজনিত চোখের সমস্যার সমাধান করা সম্ভব হবে এই পদ্ধতিতে হবে।

এ প্রসঙ্গে চক্ষু সার্জন মার্ক ওয়েভিল বলেন, “রেইনড্রপ চোখের বয়স বৃদ্ধি থামাতে না পারলেও তা মানুষের দৃষ্টিশক্তির বার্ধক্যজনিত ক্ষয়রোধ কমাতে পারবে।”

বেশ কিছু রোগীর উপর এই কৌশল এর মধ্যেই প্রয়োগ করেছেন ওয়েভিল। পুরো কাজটি সারতে সময় লাগে মাত্র ১০ মিনিট।

ডেইলি মেইলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এ পদ্ধতিতে চিকিৎসার সময় রোগীর চোখের ভেতরে কয়েক ফোঁটা চেতনানাশক দেওয়া প্রয়োগ করা হয়। ফলে রোগীকে অজ্ঞান করা ছাড়াই কর্নিয়ার নিচে ‘রেইনড্রপ’ প্রতিস্থাপন করা সম্ভব হয়।