১১ ঘন্টার ব্যাটারি!

একবারের চার্জে টানা ১১ ঘন্টা চলবে এসারের নতুন ‘ক্রোমবুক থার্টিন’। শুধু ব্যাটারি লাইফ নয়, কম্পিউটিং পাওয়ার আর ডিসপ্লে রেজুলিউশনের হিসেবেও এগিয়ে আছে ক্রোমবুকটি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2014, 01:39 PM
Updated : 17 August 2014, 01:39 PM

প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, তূলনামূলক স্বল্পদামের ক্রোমগুলোর মধ্যে ব্যতিক্রমই বলতে হবে ‘ক্রোমবুক থার্টিন’-কে। ২.৩ গিগাহার্টজের কোয়াড-কোর এনভিডিয়া টেগরা কেওয়ান সিপিইউ আছে ক্রোমবুকটিতে। আর গ্রাফিক্স পারফর্মেন্স বাড়ানোর জন্য আছে ১৯২ কেপলার জিপিইউ কোর।

ক্রোমবুক থার্টিনের তিনটি মডেলের জন্য প্রি-অর্ডার নিচ্ছে এসার। প্রথমটিতে থাকবে ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেলের ডিসপ্লে, ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরি।

অন্যদুটি মডেলে থাকবে ১৯২০ বাই ১০৮০ পিক্সেলের ডিসপ্লে। ওই দুটি মডেলে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরি অথবা ৪ জিবি র‌্যাম আর ৩২ জিবি ইন্টারনাল মেমোরি থাকতে পারে বলে জানিয়েছে গিজম্যাগ।

ক্রোমবুকগুলোর দাম হবে যথাক্রমে ২৮০ ডলার, ৩০০ ডলার এবং ৩৮০ ডলার।