রিভার্সিবল ইউএসবি ডিজাইন চূড়ান্ত

তৈরি হল বিশ্বের প্রথম ‘রিভার্সিবল’ ইউএসবি ইন্টারফেইস। ডিভাইসের সঙ্গে কানেক্ট করার সময় ইউএসবি পোর্ট-এর ঠিক অংশটি সকেটে ঢুকছে কি না সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না, উল্টে-পাল্টে দু’ভাবেই প্লাগ-ইন করা যাবে নতুন ‘ইউএসবি টাইপ-সি’।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2014, 12:27 PM
Updated : 21 August 2014, 02:08 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইউএসবি টাইপ-সি’ তৈরি হয়েছে হিউলেট-প্যাকার্ড, ইনটেল, মাইক্রোসফট, রেনেসাঁ, এসটি-মাইক্রোইলেক্ট্রনিকস ও টেক্সাস ইন্সট্রুমেন্টসের যৌথ প্রকল্পে।

নতুন ইউএসবি কেবলগুলো অবশ্য প্রচিলত পোর্টের সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব হবে না। নতুন ডিভাইসের সঙ্গে ব্যবহারের উপযোগী ‘ইউএসবি টাইপ-সি’ পোর্টের ডিজাইনের কাজও এখন শেষ বলে জানিয়েছে বিবিসি।

নতুন ইউএসবি পোর্টগুলোর আকার বর্তমান মাইক্রো ইউএসবি কানেক্টরগুলোর মতো, যা ব্যবহার করা হয় মোবাইল ফোনগুলোর চার্জিং পোর্ট হিসেবে। মিল আছে অ্যাপলের লাইটনিং কেবলের সঙ্গে। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১০ গিগাবিট স্পিডে ডেটা ট্রান্সফার করা যাবে ইউএসবি টাইপ-সির সাহায্যে।